চোটটা অনেক ভোগাচ্ছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। পরিস্থিতির এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। যে কারণে কুঁচকির চোটে আক্রান্ত এই তারকার তৃতীয় টেস্টে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। এই তথ্য জানিয়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর ওয়ার্নার আর কোনো ম্যাচ খেলতে পারেননি।
প্রথমে আশা করা হয়েছিল, তৃতীয় টেস্ট থেকেই বিধ্বংসী ওয়ার্নারকে পাওয়া যাবে। কিন্তু আজ রবিবার রিকি পন্টিংকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেছেন, ‘ডেভিডের এখনও কুঁচকিতে ব্যথা আছে। তবে সে খুবই পেশাদার। মাঠে ফেরার জন্য সবরকমের চেষ্টা করে যাচ্ছে। ম্যাচের আগে তাকে ব্যাটিং করতে দেখেছি। গতকালও নেটে ব্যাটিং করেছে। কিন্তু পুরোপুরি ম্যাচ ফিটনেস আসতে এখনও সময় লাগবে।’
ওয়ার্নারের অনুপস্থিতি যে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে প্রভাব ফেলছে সেটাও মেনে নিয়েছেন ল্যাঙ্গার। তিনি আরও বলেছেন, ‘আগে যেভাবে ম্যাচটা শুরু করতাম, সেভাবে হচ্ছে না। যদি আগের টেস্ট ম্যাচ এবং গতকালের ওপেনিং পার্টনারশিপ দেখেন, তাহলে বুঝবেন আমরা আরও ভালো খেলতে পারি। প্রথম টেস্টে ৫০ রানের পার্টনারশিপ হয়েছিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানের। কিন্তু সি পার্টনারশিপকে অন্তত ১৫০ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত ছিল। যা আমরা পারছি না।’