বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেডের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১০ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন।
পিএফআই (অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান) হিসেবে ঢাকা ব্যাংক লিমিটেড এই চুক্তির আওতায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস (আরএমজি) সেক্টর প্রজেক্ট (এসআরইউপি) সুরক্ষা, সংস্কার এবং পরিবেশগত উন্নয়নে সহযোগিতা প্রদান করবে। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাসের।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক; মোকাররম হোসেন চৌধুরী, এসইভিপি, হেড অব আরএমজি, ঢাকা ব্যাংক এবং এম. আবদুল্লাহ মুক্তাদির, উপপরিচালক, এসআরইউপি পিএমইউ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।