বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো টিকার অনুমোদন দিলে বিশ্বজুড়ে টিকা বণ্টন সহজ হবে। কারণ, যেসব সদস্যরাষ্ট্র টিকা অনুমোদনে প্রয়োজনীয় মূল্যায়ন করে উঠতে পারেনি, সেসব দেশেও তখন টিকা সরবরাহ করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন বলেন, অন্তত ১০টি কোম্পানি তাঁদের কাছে টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিতে অনুরোধ জানিয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, তাঁর সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রায় ৫০ কোটি ডোজ করোনার টিকা সংগ্রহের বিষয়টি নিশ্চিত হয়েছে। ১৮৯টি দেশের অংশগ্রহণে এই কর্মসূচির আওতায় দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোয় টিকা সরবরাহ করা হবে।